‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বহিরাগত পাখিরা এসে ডানা ঝাপটিয়ে চলে যায়
বলেনা কিছুই, অথচ মনে হয়
কিছু বলতেই যেন ওরা আসে,
নির্জনে বলার সুযোগ না পেয়ে ফিরে যায় -
আমি তন্নতন্ন করে জরীপ করি ওদের ফেলে যাওয়া ছায়া,
যদি কিছু পাই সেখানে
অজানা, অচেনা কোনো ভুবনকথা...
আকাশের পথ চেয়ে বসে থাকি
যদি আবার ওরা আসে, যদি কিছু বলে -
হাতের সব কাজ সেরে নির্জন ছাদের কোনায়
বসে অপেক্ষা করি, অথচ
সেদিন আর তারা আসেনা,
অপেক্ষা করতে করতে
বেলা বয়ে যায় -
এমন করে দিনের পর দিন কাটে
বহিরাগত পাখিরা হঠাৎ হঠাৎ কখনো আসে
চুপ করে বসে আবার ফিরে চলে যায়
তাদের না-বলা কথা আমার আর জানা হয়না -
ওদের ফেলে যাওয়া ছায়াগুলোর মধ্যে
কোনো সংকেত আছে কিনা
আতসকাঁচ দিয়ে আমি দেখা শুরু করি -
আমার সারাবেলা, সারাজীবন, এভাবেই...