‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
চুল-সাদা দীর্ঘশ্বাসে উড়ে যায় ধুলো
চশমার ফ্রেমে এক নীল ক্যানভাস,
চৈত্র সেল ফিরে এলে বসন্ত নির্যাস...
দূরে বহু দূরে আমাদের গ্রাম
এখনও শীত - শীতের দুপুর
ঠোঁটফাটা হওয়ার উপভোগ করি রোজ
ব্যাকরণে খোঁজ করি বুৎপত্তি তার
এভাবেই শহরে যাওয়া হয়নি কখনও।
আসলে শহর আমাকে ছেড়ে চলে গেছে কতদিন আগে!
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।