কবিতা

মেঘ দেশে



তুষার ভট্টাচার্য


অনেক না বলা গল্প-কথা উড়ে যায়
ওই মেঘ দেশে নিরুদ্দেশে
প্রেমিক পাখিরা আর উড়ে আসে না
দু'ডানায় ভোরের মায়াবী রোদ্দুর মেখে;
যেটুকু শ্রাবণ মেঘ ভেসে আসে
খোলা জানালায়
তাতে লেগে থাকে শুধু অশ্রু জল
পরান্মুখ হৃদয়ের চানঘরে জাগে না
আর ভালবাসার কোলাহল;
কীভাবে জানবে তুমি ভালবাসা আসলে
ভ্রান্তিবিলাস সাক্ষাৎ মরণ
মায়া কাজল ঈশ্বরীর পৃথিবীতে
কে আর অনাহুত প্রথম প্রেমিককে
মনে রাখে প্রতিক্ষণ!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।