‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অবসাদ যাপনের রাত্রিগুলো আমার প্রিয়।
কারন, সেখানে কোনো মিথ্যার সূর্য থাকে না।
থাকে শুধু অসংখ্য শূন্যতার প্রহর...
প্রহরের প্রতিটা ঘণ্টাধ্বনি মিশে যায়,
স্বরহীন শব্দের বিকৃত আর্তনাদে।
অন্ধ আলোর কুৎসা, ভেঙে দিচ্ছে আলোর প্রাচীর।
লাখ লাখ শূন্য হাতছানি দিচ্ছে,
কাছে আসার জন্য।
ঘনীভূত অন্ধকার ঘূর্ণাবর্তে হারিয়ে যাচ্ছে জোনাকি।
তিনটে শালিক পাখির ডাকে সন্ধ্যা নামছে প্রান্তরে।
তবু শুকনো মরু হাহাকার করছে, একটু জলের আশায়
বর্ষা কি তার খবর রাখে?
তার ব্যস্ততা সদাই সবুজকে সবুজতর করছে...
নীলচে আলোর রেখায় ভাঙছে আকাশ,
একটা একের খোঁজে...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।