কবিতা

নিজস্বতা



তপতী চ্যাটার্জী


কোনো একটা সময় থামতেই হয়,
মানতে না পারলেও মানতে হয়,
জীবনের কিছু জরুরী কথা বলে ফেলতেই হয়,
নিজের আপন জগৎ, নিজস্বতা,
নিজের জন্য এক টুকরো উঠোন,
খুঁজে নেওয়া উচিৎ, সেটা দরকারি -
আপোষে মীমাংসায়, পড়ে পড়ে নির্যাতিত হওয়ারও
একটা সময়সীমা বাঁধতে হয়,
একটা সময় থামতেই হবে।
মানতে না পারলেও মানতে হবে,
ফিরে যেতে হবে সেই নিজস্ব উঠোনে
যেখানে অপেক্ষায় আছে শুধু আমি আর আমি -