কবিতা

ভারসাম্য



সুব্রত চক্রবর্তী


সকাল থেকেই সুয্যি মামা
সবার মুখেই দিচ্ছে হামি,
বাড়িয়ে তাপ বলছে হেঁকে
দ্যাখো আমি বাড়ছি মাম্মি।

পথে ঘাটে নেই যে মানুষ
পশু পাখি সব উধাও,
চারিদিকে জ্বলছে আগুন
বলছে সবাই তফাৎ যাও।

জলা ভূমি বন বাদাড়
কোথাও আজ যায়না দেখা,
কংক্রিটের বেড়াজালে
জমির মাটি সবই ফাঁকা।

দুনিয়াটা জড়িয়ে আছে
কর্পোরেটের অক্টোপাসে,
পৃথিবীটাই বন্দি এখন
ধুলো ধোঁয়ার নাগপাশে।

ভোগবিলাস আজ গগনচুম্বি
বিজ্ঞান চলে উর্দ্ধপানে,
পরিবেশটা ভারসাম্যহীন
এই কথা কেউ কি মানে?

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।