‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অবশেষে উভয়ে বাতাসে মিলিয়ে গেলেন।
অথচ আছেন কিন্তু আমল দেন না।
একজন বাদবিচারহীন রসিক।
উভয়ে কতটা তৃষ্ণার্থ গবেষনার বিষয়।
মকরধ্বজ নামক ঘোড়া আবাহনে দুজনেই সক্ষম।
একজন রম্য অরম্য গোগ্রাসেই গেলেন।
অন্যজনা দিনক্ষণ তিথিনক্ষত্র না দেখে শিকারে বের হন না।
একজন টল হ্যান্ডসাম লাজুক ঠিকানাহীন।
আর কোথাও পান বা না পান একজনকে অবশ্যই সক্রেটিসের আড্ডাখানায় যে কোনো সময়ে পাবেন।
চন্দ্রমধ্যমায় কৌলিন্য ও আলাপন গতে ঘুমিয়ে পড়েন।
তুমি আগডুম বাগডুম অভাজন ও ছাইপাস পদ্যকারিগর। ওরা থোড়াই তোমার জন্য তামাক সাজাবে।
তুমি পরাজিত নদী মোহনার ঝিলিকে ঝুলে থাকবে আজন্মকাল।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।