‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ঘরে বাইরে বৈশাখী ঝড়
অভাবের সংসারে
কালবৈশাখী লেগেই থাকে
মান অভিমান রাগ অনুরাগের
দমকা হাওয়ায়
মাঝে মাঝে দুলে ওঠে
মায়াময় সংসার আমাদের।
বৈশাখ অনুষঙ্গ নয় জীবনসঙ্গী
জীবনের পরতে পরতে
নড়বড়ে দোটানা ভাব ছুঁড়ে ফেলে দেয়
সিদ্ধান্ত শক্ত করতে শেখায়
দুর্বল ভালবাসা সবল করে
অবলার মুখে দেয় প্রতিবাদের ভাষা
বৈশাখ
বেহুঁশ লোকের হুঁশ ফেরায়
রেড এলার্ট জারি রাখে
স্মার্ট লাইফ গড়ে তোলার অদম্য অঙ্গীকারে।
নড়বড়ে খুঁটি লুজ নাটবল্টু খুঁটিনাটি
ভুলটুল ঠিকঠাক ক'রে নাও এখনই
ঐ দেখো বৈশাখ আসছে একঘেয়েমি কাটাতে
ঝড়-ঝাপটা উদ্দাম তাণ্ডব।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।