কবিতা

সবার অগোচরে



নাজমিন নাহার লাবনী (বাংলাদেশ)


শুনেছি মৃত্যুর কাছ থেকে ফিরে আসা মানুষ ভীষণভাবে জীবনকে ভালোবাসে,
অথচ মৃত্যুকে ছুঁয়ে ফিরে এসেও আমি
জীবনকে ভালোবাসতে পারিনি।
জীবন হয়ে উঠছে আরো ভয়াবহ,
আরো অভিশপ্ত,
জীবনে নামছে আরো গভীর ধ্বস,
আরো গভীর ঝড়।

জীবন ভালোবেসে প্রজাপতি হওয়া যায়, জোনাকি কিংবা ফড়িং হওয়া যায়।
অথচ আমি ক্রমশ একটা কৃষ্ণগহ্বর হচ্ছি,
তলিয়ে যাচ্ছি দূরে,
আমি ডুবে যাচ্ছি অতলে,
সবার অগোচরে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।