বিবিধ

সানি গাভাসকারের লেখা বই - আইডলস



দেবাশিস সেনগুপ্ত


এই ভদ্রলোকের টেস্টে 'প্রথম' ১০,০০০ রান ছোঁয়ার মতই এই বইটি ছিল 'প্রথম', আমার ইংলিশ মিডিয়ামের ক্রীড়াসাহিত্যে চোখেখড়ির। ১৯৮৩-তে প্রকাশিত এই বইটা চোখ খুলে দিয়েছিল এক বছর পঁচিশের যুবকের, যে বাংলা মিডিয়ামের বাইরেও খেলার লেখা হয়। পরে অবশ্য এই বইটি বাংলা মিডিয়ামেও আত্মপ্রকাশ করেছিল, (রূপা পাবলিশার্সের সহায়তায়), 'বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড'-এর প্রকাশনায়।

কি সুন্দর করে যে লেখা সবার গ্রহণযোগ্য ইংরেজীতে এই বইটা (রূপা পাবলিশার্স), যারা পড়েছেন, সবাই জানেন।

সানি এই বইয়ে যে ৩১ জন ক্রিকেটারকে আইডল মেনে নিয়েছিলেন, তাঁরা ছিলেনঃ
১) আসিফ ইকবাল, ২) বিষাণ সিং বেদী, ৩) ভাগবত সুব্রাহ্মনিয়াম চন্দ্রশেখর, ৪) ক্লাইভ লয়েড, ৫) ডেনিস লিলি, ৬) কপিলদেব নিখাঞ্জ, ৭) এরাপল্লী প্রসন্ন, ৮) ইমরান খান, ৯) স্যার ভিভিয়ান রিচার্ডস, ১০) জিওফ বয়কট, ১১) শ্রীনিবাস বেঙ্কটরাঘবন, ১২) গ্রেগ চ্যাপেল, ১৩) ইয়ান বথাম, ১৪) স্যার রিচার্ড হেডলি, ১৫) সৈয়দ কিরমানি, ১৬) রডনি মার্শ, ১৭) রোহন কানহাই, ১৮) স্যার গ্যারি সোবার্স, ১৯) গুন্ডাপ্পা বিশ্বনাথ, ২০) অ্যালান নট, ২১) ডেরেক আন্ডারউড, ২২) অ্যান্ডি রবার্টস, ২৩) 'জেড' জাহির আব্বাস, ২৪) মহিন্দার 'জিমি' অমরনাথ, ২৫) জাভেদ মিঁয়াদাদ, ২৬) ইয়ান চ্যাপেল, ২৭) গ্লেন টার্নার, ২৮) জন স্নো, ২৯) জেফ টমসন এবং কোনওদিন টেস্ট না খেলা দুই দুর্ভাগা ভারতীয় স্পিনার, ৩০) পদ্মাকর শিভালকর আর ৩১) প্রয়াত রাজিন্দার গোয়েল।

খেলোয়াড়দের শ্রদ্ধা জানানো ইনট্রোডাক্টরি লাইনগুলি ছিল এ বইয়ের সম্পদ।

যেমনঃ
মহিন্দার অমরনাথ - "Courage thy name is Jimmy."
কপিলদেব নিখাঞ্জ - "The most natural cricketer in the world."
বিষাণ সিং বেদী - "Flies like a butterfly, stings like a bee."
ভাগবত সুব্রাহ্মনিয়াম চন্দ্রশেখর - "The 'wicked' taking arm of India."
স্যার ভিভিয়ান রিচার্ডস - "The best batsman in the world."
এরাপল্লী প্রসন্ন - "The smiling assassin."
শ্রীনিবাস বেঙ্কটরাঘবন - "The patient Indian."
স্যার গ্যারি সোবার্স - "The Greatest."
রোহন কানহাই - "Friend, Philosopher and Guide."
সৈয়দ কিরমানি - "Keeper of India's fortunes."
ক্লাইভ লয়েড - "Supercat, Cricket's real Gentleman."
জিওফ বয়কট - "Second to none in technique."
গ্রেগ চ্যাপেল - "Mr. Elegance, on and off the field."
ইয়ান বথাম - "The best Allrounder."
পদ্মাকর শিভালকর - "Honest Tryer, who missed out."
রাজিন্দার গোয়েল - "Simply Unlucky."

নিজের আইডলদের নিয়ে সানির লেখা অবশ্যপাঠ্য এই বইটি তখন ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ফলো করতে খুব সাহায্য করেছিল এক নভিশ ক্রিকেটপ্রেমীকে।

তখন অন্যরকম দিনকাল ছিল। তখন ক্রিকেটারদের নিজের আইডলদের নিয়ে শ্রদ্ধা ও ভালবাসার কথা লেখার সদিচ্ছা ছিল, আবহাওয়াও ছিল। এখন আর এসব হবে বলে মনে হয়না।

'আইডলস' বইটির ভেতর দিয়ে তদানীন্তন পৃথিবীর ক্রিকেটের ইতিহাস, বিশেষ করে ক্রিকেটারদের নৈপুণ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে সুনীল গাভাসকার শুধু দক্ষ নন, একজন বড় মননের ক্রিকেটারের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।