‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কাঁঠালতলার বিদ্যালয়ে
আজ আমাদের ভোট
কি আনন্দ নাচি ধিন ধিন
বেঁধেছি যে সব জোট।
গণতন্ত্রকে বাঁচাতে রে ভাই
ভোট ছাড়া আর উপায় যে নাই
এ ফুল ও ফুল সে ফুল দেখি রে
পেকে গেছে শুধু ঘোঁট,
তাই দেশ বাঁচাতে দশের সেবায়
নির্ভয়ে দেবো ভোট।
যত ফুল দেখি মুখে ম্লান হাসি
পাপড়িতে কত ক্ষত,
বিধির বাগানে তারা ফুটে রয়
সুরভিত অবিরত
নীতির ভাষণ কত দেয় দল
দেশকে বাঁচাতে কত উচ্ছল
দুর্নীতি বিষে গাছ মরো মরো
নানা ফাঁকি শত শত
ভোট ময়দানে ফুল শুভেচ্ছা
সব থাকো সংযত।
ভোট আসে যায় দেশ থেকে যায়
নানা মত নিয়ে রণ,
ভোট দিয়ে হোক নতুন ভারত
হোক স্বপ্নের জাগরণ,
দুর্নীতি ফুলে আর মালা নয়
অসার মিথ্যা হোক শুধু লয়
প্রত্যয়ী সুখ আনে দিকে দিকে
সুবাসিত মধুক্ষণ
ভোটের অংকে সবল ভারত
আজকের প্রয়োজন।