‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ছন্দ যখন পতন হয় নদী হাসে বাঁকা মুখে
বর্ষ প্রথমে পলাশ নাচে শিমুলের হাত ধরে
আমোদ প্রমোদ সবার ঘরে ভাঁড়ার ঘর শূন্য
বিনোদ কাঁদে রোদ দুপুরে কলাপাতা শুকনো
রাণীর বাড়ী খোশমেজাজে ভুড়ি ভরে সবাই
প্রজারা সব দুঃখে কাঁদে অহঙ্কারের বড়াই
মাথায় হাত রেখে সুখের অট্টালিকা গড়ে তারা
নববর্ষে রাত্রিরে মিষ্টি গড়ায় রক্তবীজ সভাসদরা
ঝড় উঠেছে ভাঙছে গড়া সত্য মিথ্যের হিসেব
নববর্ষে এবার হোক শতছিদ্রের সমস্ত বিভেদ।