‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কোথায় গেল সেদিনগুলো
কেবল এখন ভাবছে ছেলে,
দিনের শেষে বাবার সাথে
কাটতো সময় হেসে খেলে।
বাবা ভীষণ রসিক মানুষ
কথায় তাঁর থাকতো মজা,
সঙ্গে নিয়ে ঘুরতে যেতেন
কিনেও দিতেন পাঁপড় গজা।
সময় দিতেন দিদুনটাকেও
ওষুধ থেকে পথ্য খাওয়ায়
দিদুন এখন পথটি চেয়ে
থাকেন শুধু বসে দাওয়ায়।
পথটা চেয়ে দাদুও থাকেন
তাকিয়ে থাকে সারা বাড়ি,
ক্লান্ত হয়ে ফেরেন বাবা
রাত'টা তখন প্রায় ভারী।
সকাল হলে আবার ছোটেন
কর্মস্থানের কাজের মাঝে,
বারো ঘন্টায় যে অফিস এখন
সারাদিন তাই থাকেন কাজে।