কবিতা

প্রতীক্ষা



ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়


তুমি তোমার দিয়েছো সবকিছু
আমি দেবো আমার সময় হলে
বুকের উপর ঘনিয়ে আসে মেঘ
তুমি কি তা বুঝবে এ জীবনে?

এই জীবনের যা কিছু সব আলো
ভালো থাকার সহজ চাবিকাঠি
সেসব তুমি খুলতে শিখে গেছো
আমি শুধু দেখছি চুপ করে,

তুমি আমার লেখার টেবিল ছুঁয়ে
উজাড় করে দিলে কত কথা
আমি শুধু অবাক হয়ে দেখি
জীবনের সেই আকুল ব্যাকুলতা,

ঘড়ি চলছে সময় যাচ্ছে বয়ে
তোমার কিছু বলা হলো কই
রাত শেষ হয়, দিনও শেষের মুখে
সাদা কাগজ ডাকছে আমায় ওই।