কবিতা

আমরা মানুষ



সজল কুমার পোদ্দার


আমরা মানুষ।
শ্রেষ্ঠত্বের সরখেল মাথায় পরে
পথ চলেছি পৃথিবীর প্রান্তর ছাড়িয়ে মহাকাশের পথে।
আলো জ্বালিয়ে অন্ধকার খুঁজে বেড়াচ্ছি।
খুঁজে চলেছি জ্বলন্ত শিখার ছায়া।
যে আগুনের পরশমণি বন্যতার সাথে সভ্যতার ব্যবধান তৈরী করেছে।
অনেক দূর পৌঁছে গেছি কোন পথ না হেঁটেই।
শিখরে মুখ থুবড়ে পড়েছি সহজপাঠে পা বেঁধে।
আমরা মানুষ
ভুলে আসক্ত হয়ে সত্যকে খুঁজে বেড়াচ্ছি অজ্ঞতার অন্ধকারে।
অগ্রসর হচ্ছি কালের চক্রপথে আদিমতার অভিমুখে।