কবিতা

বিষাদ ঝড়



আবদুস সালাম


ফিকে হয়ে আসে স্মৃতির পাতা
খোলাম কুচির মতো পড়ে আছে শৈশব
সময়ের অজুহাতে অক্ষরের পর্দায় গেঁথে রাখি অবহেলার খুনসুটি

জীবন বৃত্তের আবহমান ঢেউ আছড়ে পড়ে বিতৃষ্ণার মাঠে
স্বার্থের সীমানায় বন্দী সব ভুল উচ্চারণ
ধূসর আকাশে পুড়ে মরে বিশ্বাসের প্রজাপতি

সহানুভূতির আঙিনায় বসন্ত আসে
কৃষ্ণচূড়া আর শাল পলাশের বিনিদ্র যাপনে মৌমাছির উচ্চারণ
ভাসমান ভাবনারা অসহায় নদীতে মরা নদীর বক
জোটবদ্ধ মায়ারা কলরব ভুলে ঈশ্বর পাঠে হয় মগ্ন
ধামাল শৈশব জরাগ্রস্ত বার্ধক্যের প্রহর গোনে
বিষাদ ঝড় ওঠে...