‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তন্দ্রালু ভোর
কড়া নাড়ে দেউলিয়া সময়
আমার ভালবাসার ব্যলকনিতে
তখন সূর্যাস্তের শেষ আলো।
ঝাপসা চোখে
আলো আঁধারির রামধনু রঙ
চুলের রূপোলি ঝিলিকে
আলোর ঈশারা।
কোকিলের কুহু স্বরে
পড়ন্ত বিকেলের বসন্ত অভিসার
মনে পড়ে
কৃষ্ণচূড়াকে সাক্ষী রেখে
বয়ে চলা নদীর পাড় ঘেঁষে
কৈশোরের এক্কাদোক্কা বুড়িবাসন্তী পেরিয়ে
সদ্য তরুনীর কলেজ ক্যাম্পাস
দিনবদলের বৃন্দগান
তারপর আশা নিরাশার দোলায়
কত পালা বদলের পালা
চোখের তারায় সাক্ষী সন্ন্যাসী দৃষ্টি
প্রবৃত্তি নিবৃত্তির দ্বন্দ্ব ঝেড়ে ফেলে
নির্মোহ মন স্বস্তির অতল আহ্বানে
বসন্ত রঙ ঝড় তোলে বুকের ভেতর
অমিত সম্ভাবনায় বেজে ওঠে
নব জীবনের গান।