‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কতদিন এসেছি পৃথিবীতে
তবু বাসাবাঁধা হলনা এখনও,
কত মৃত্তিকার আত্মীয় স্বজন
কত হাসি কান্না নিয়ে বান্ধব পরিবার
চারিদিকে,
আমি শুধু উপশম খুঁজি
জলচর জীবন কি আমার!
মৃত্যু দেখি দেখি মৃত্যুযাপন
হাঁটু মুড়ে বসি পৃথিবীর কাছে
রোজ ধূপ ধুনো গঙ্গাজল
আমিও ব্যর্থতা খুঁজি জীবনশৈলীতে
আঙ্গুলে ডগায় লেগে থাকে ছাইপাশ
তবু কতদিন রয়ে গেলাম পৃথিবীতে।