কবিতা

সত্য শাশ্বত



সুব্রত সোম


কতদিন এসেছি   পৃথিবীতে
তবু বাসাবাঁধা      হলনা এখনও,

কত মৃত্তিকার      আত্মীয় স্বজন
কত হাসি কান্না নিয়ে   বান্ধব পরিবার
চারিদিকে,
আমি শুধু      উপশম খুঁজি
জলচর জীবন      কি আমার!

মৃত্যু দেখি      দেখি মৃত্যুযাপন
হাঁটু মুড়ে বসি      পৃথিবীর কাছে
রোজ ধূপ ধুনো      গঙ্গাজল
আমিও ব্যর্থতা খুঁজি   জীবনশৈলীতে
আঙ্গুলে ডগায়      লেগে থাকে ছাইপাশ

তবু কতদিন      রয়ে গেলাম পৃথিবীতে।