আকাশ আজকে বলছে না যেন বড়ই চুপচাপ
তুইও কেমন গুমড়ে আছিস কার ওপরে রাগ।
জানি, কাল বিকালের খুনসুটিটা একটু বেশিই ছিল
তবে তোকে রাগী মুখে দারুন লাগছিল।
আজকে তোকে লাগছে যেন মেঘে ঢাকা আরো
সাঁকোর ওপর দুজন
শুধু আয় না কাছে আরো।
তোর মন খারাপে আকাশও আজ চুপটি করে আছে
তুই হাসলেই বইবে বাতাস সবুজ পাতার কাছে।
হাওয়ার তালে নাচবে যে তোর মেঘ বরণ চুল
কালকে তোকে রাগিয়ে দেওয়া সত্যি আমার ভুল
চাইছি ক্ষমা দেখ তাকিয়ে করছি উঠবস
এবারে তো পাশে এসে একটু ঘেঁষে বস।
চারিদিকে জ্বলছে আগুন পোড়া মাংসের গন্ধ
কে কদিন থাকবো বেঁচে হিসাব কি তার বন্ধ?
প্রথম দেখা বিনুনি বাধা ছোট্ট সেই যে তুই
মিষ্টি হাসি বেলকনিতে আজকে সেটা কই?
পূবের আকাশ করবে জানি দুষ্টুমি আজ বড়
আকাশ জুড়ে মেঘেরা সব কেমন জড়সড়।
তোর চোখে যে মেঘ জমেছে বৃষ্টি হবে তাতে
ভিজবো আমি বৃষ্টিতে তোর টাপুর টুপুর রাতে।
ভিজবে শরীর ভিজবে মন ভিজবে রঙিন কাপড়
ভেজা হাওয়ায় আজকে দিবি তেমন ঠোঁটের কামড়।
গর্জে ওঠা মেঘের ডাকে হবে অনেক কথা
অজানা সব কানা গলির হয়তো পাব দেখা।
তোকে নিয়ে স্বপ্ন আমার
রাগ অভিমান নিয়ে
বৃষ্টি শুরু জল বইছে
সাঁকোর নিচে দিয়ে।