কবিতা

সনাক্ত



চিরঞ্জীব হালদার


অনেকে প্রেমিকা ভাবে
তুমি ভাবো কাকে
কে কাকে শানায় তীর
তুমিও দারাকে।

অনেকে পাল্টায় ঘর
আকাশের নিচে
ম্যান্ডেভিলার থেকে
লোনাভালা বিচে।

অতি দামে কেনা হয়
প্লাস্টিক সার্জারি
তোমাকে চমকায় কেন
শান্ত প্রতিহারী।

গতিও পাল্টে ফেলে
যযাতির স্তব
মহাশুন্য মর্গে কার
চিনতে পারে শব।

সে কারো প্রেমিকা নয়
নুব্জ সংসারিক
আমাদের বড় নদী
বদলাবে দিক।
পুনশ্চঃ
শূন্য বানান ভুল
পাঠকরা ঠিক
তোমাকে ধরিবে ভুল
মহাবৈষয়িক।