‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তার রক্তচক্ষুকে উপেক্ষা করে একটা কালো মেঘ এগিয়ে আসার সাহস দেখায়
দাবানলের মত পুড়িয়ে দেওয়া সূর্যটাকে ঢেকে দেওয়ার স্পর্ধা করে
সেনাপতির মত এগিয়ে যায় সে অপেক্ষারত সৈন্য সামন্তর মনে সাহস জোগায়
গুটি গুটি পায়ে এগোতে থাকে তারাও
কী জানি কি হয়...!
অদ্ভুত থমথমে পরিবেশ আকাশের খোলা ময়দানে
কতগুলো চোখ চেয়ে দেখে বুক বেঁধে
যুদ্ধ আসন্ন! এই লাগবে বুঝি!
একসময় যুদ্ধের দামামা বেজে ওঠে প্রবল হুঙ্কারে
পাঞ্চজন্যের শঙ্খে ফুঁ লাগে
ভীষণ বজ্রনিনাদে পৃথিবীর বুক কেঁপে ওঠে
যুদ্ধ চলে বিপুল পরাক্রমে
অবশেষে শান্তি নেমে আসে, সিক্ত উল্লাসে মাতে বিশ্বপ্রকৃতি
স্বস্তিমন্ত্র গেয়ে ওঠে পৃথিবী...!