‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আজ শীতের সকালে ওঠেনি রোদ।
মানুষ পাচ্ছে না আলো উত্তাপের বোধ।
অন্ধ মেঘ সৃষ্টি করেছে ধোঁয়া কালো,
কারুকাজ করা সভ্যতার চাদর বুঝি
উড়ে গেলো?
একপলকের জন্য মহাকালের চাকা
কি থেমে গেল?
মানুষশুদ্ধ একটি বন্ধ কুটির জ্বলে গেল?
বন্ধ চক্ষু নিয়ে মানুষ বলছে তারা সভ্য!
বাতাসে রয়েছে কত মানুষের যাতনার শব্দ!
চায় স্বীকৃতি, মুক্তির সত্য বাতাস।
এ দিন এল বুঝি, শুনি কি ধ্বনি,
পায়ের বেড়ি খুলে ফেলার উল্লাস?
হ'বে ক'বে শেষ বঞ্চনার কারাবাস!
বদ্ধ-ঘরে ঢুকবে স্বাধীন হাওয়া,
শেষ ক'বে হ'বে উদাসী পথ চাওয়া?