প্রবন্ধ

চলচ্চিত্র সমালোচনাঃ 'Three of Us'



শর্বাণী ঘোষ


Dementia নামক এক মানসিক অসুখে আক্রান্ত শৈলজা। সব কিছু ভুলে যাওয়ার আগে সে একবার তার কৈশোরের কিছু মুহূর্তকে ফিরে দেখার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে। সেখানে রয়েছে কিছু আলো আর অন্ধকার। আছে তার বন্ধুরা আর কিছু মানুষের সাথে আত্মীয়তার স্মৃতি যাকে সে শেষবারের জন্য একবার ছুঁয়ে দেখতে চায়। আর আছে তার কৈশোরের প্রথম ভাললাগার সাথী।

'Three of Us' এমনই একটি সিনেমা যা আমাদের দাঁড় করিয়ে দেয় নিজেদের অতীতের মুখোমুখি। প্রতিদিনের দিনযাপনের স্বার্থ, ক্লান্তি আর কিছু চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত মানুষ ভুলে যায় তার ফেলে আসা দিনগুলি।

পরিচালক Avinash Arun Dhaware প্রকৃতিকে বিশেষ ভাবে সমুদ্র ও গাছ গাছালিকে নিপুণ ভাবে ব্যবহার করেছেন মানুষের অনুভূতি ও তাদের অন্তর্দ্বন্দ্বকে প্রকাশ করতে। সহজ সরল treatment অথচ মানসিক ও মানবিক বুনন দেখি Shefali Shah'র দুর্দান্ত অভিনয়ে। তাঁর স্বামীর ভূমিকায় Swanand Kirkire ও কৈশোরের সাথী Jaideep Ahlawat-এর অসাধারণ অভিনয় দর্শকদের মনে থাকবে বহুদিন। পরিচালক তার মুন্সীয়ানায় শৈলজা, দর্শককুল ও লেখিকাকে দূর অতীতের প্রিয় মুহূর্তগুলিতে চিরকালীনভাবে সম্পৃক্ত করে দিয়ে গেছে।