বিবিধ

ব্যতিক্রমী কবি ও কবিতা



সুশোভন


আর কয়েকটা দিনের অপেক্ষা।
প্রকাশ আসন্ন।
৩৪ বছরের প্রকাশিত ফসল নিয়ে এক মলাটের মধ্যে আসছে মনোরম কাব্যগ্রন্থ...

কবিতা সংগ্রহ - ১
লেখকঃ চিরঞ্জীব হালদার
প্রচ্ছদঃ রচিষ্ণু সান্যাল
প্রকাশকঃ অক্ষরযাত্রা প্রকাশন
মোট পৃষ্ঠাঃ ৪৭২
মুদ্রিত মূল্যঃ ৬০০ টাকা
পাবেনঃ কলেজ স্ট্রিটের ধ্যানবিন্দু ও রাজু বুক স্টলে।

ব্যবহারিক জীবনের অদৃশ্য দর্শন ও প্ৰজ্ঞার জলছবি। কখনও টানা গদ্যে কখনও অপ্রচলিত অন্তমিলের সমাহারে। বাংলা কবিতায় এক স্পর্ধিত উচ্চারণ।

বহু ঈর্ষা ও ঘাত-প্রতিঘাত, হিসেবের টানাপোড়েন, আত্মপ্রচারের বন্য চাহিদা, জনপ্রিয় রীতিনীতির সুড়ঙ্গে ভেসে যাওয়া চরিত্রের হাহাকার অন্য এক আঙ্গিকে এক একটি অক্ষরকে চঞ্চল মাছের মত বঁড়শিতে তুলে আনার এক অন্য ভাষ্য এই কাব্যগ্রন্থ।

আপনাদের প্রশ্রয় পেলে কবি দ্বিতীয় খন্ডে অন্য হরিণের দৌড় শুরু করানোর ইচ্ছা পোষণ করেন।

আপাত উদ্দেশ্য প্রিয় বন্ধু, পাঠক ও বাংলা কবিতার আত্মজনের কাছে এই কবিতা সংগ্রহ তুলে দেওয়া আর চেষ্টা কবিতার চলার পথের মাইল ফলকে একটা চিহ্ন রেখে যাওয়া।

অনায়াসে এ কথাটি বলা যায়, 'কাব্য-রসিকজনের সংগ্রহে এই মর্মস্পর্শী গ্রন্থটি না থাকলে, কবিতার রস আস্বাদনে অবশ্যই পরম্পরাগত একটা ঘাটতি থেকে যাবে।'