কবিতা

শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ



অরূপ পান্তী


কৃষ্ণচূড়া গাছে গাছে কুঁড়ি, রাধাচূড়া বৈরাগী হবে
মত্ত ফাগুন আগুন বাতাসে
চামড়া পুড়বে জেনেও আগুনপথে পা
ঋতু বৈচিত্র্যে ভরা লাল মাটির দেশে যাই
মাতাল হয়ে অগ্নিসুধা খাই,

তুমি তো এসেছিলে, রবীন্দ্রনাথ! যাওনি কোথাও
সরল সাঁওতাল নারী পুরুষের বিস্ময় থেকে
তুমি সারা বিশ্বের বিস্ময়
মরুভূমিতে ফোটে ফুল, যদি ফোটানো যায়
শুভ্র কাগজে জ্বলে আগুন, যদি জ্বালানো যায়

হে অরূপ তুমি প্রকৃতি হলে
হে অরূপ তুমি সঙ্গীত হলে
হে অরূপ তুমি প্রাজ্ঞ বৃক্ষ হলে
হে অরূপ তুমি ঈশ্বর হলে
তোমার অদৃশ্য স্পর্শে
আমাদেরকে মানুষ করে দাও।