কবিতা

অবসর



অভিজিৎ রায়


বিকেলের গায়ে সন্ধের ছায়া নেমে এলে
অবসাদগুলো উপাসনা গৃহে হেঁটে যায়;
অপমান জানে কখন কতটা অসহায়
হয়ে হৃদয়েরা বেঁচে থাকে দেহ জ্বেলে।

অন্ধকারের শীতকাল একা স্মৃতিময়
বসন্তদিন নিয়ে অবসরে ধরে সুর;
দূরত্বহীন হৃদয় কখনও বহুদূর
যেতে হবে জেনে ছুঁড়ে ফেলে সব সঞ্চয়।

নিদ্রাবিহীন রাতের আকাশে চঞ্চল
স্মৃতি ছুটে যায় চাঁদের পাহাড়ে প্রতিদিন;
ভোরে কিছু তারা খসে পড়ে শোধ করে ঋণ,
তারপর সব বরফ কি গলে হবে জল?

প্রশ্নের মুখে অভিমানগুলো নিশ্চুপ
দাঁড়িয়ে থাকার যন্ত্রণা যেন অভিশাপ,
ভুলের শরীরে বড় হতে থাকে প্রিয় পাপ,
রাত্রির কাছে ম্লান হয় তার অভিরূপ।

অন্ধকারের ঘাম ছুটে যায় তারপর
একা জীবনের মুখোমুখি একা অবসর।