কবিতা

আলোর যাত্রাপথ



কেতকীপ্রসাদ রায়


জলের স্বেচ্ছাচারিতার মতো আলোর কোনো মানচিত্র নেই,
নেই কোনো সীমারেখা,
নেই কোনো প্রতিবন্ধকতা,
আদমশুমারিও নেই;
বাতাসের মতো বিনা বাধায় যত্রতত্র বিচরণ করে।

আলোর কি কোনো মানচিত্র থাকতে আছে?
অথবা নির্দিষ্ট সীমারেখা!
আলোর নির্দিষ্ট কোনো বাসস্থান নেই,
গতিপথেই জেগে থাকে মিলনের গভীরতা।

দৃষ্টান্ত স্থাপনের আলোর কোনো বাসরঘর নেই,
যে কেউ ভালোবাসলে, অবাধ প্রবেশ তার;
অথচ দেখ, সে গড়ছে, আবার সব ফেলে চলে যায়,
কাল্পনিক সীমারেখায় বাঁধে না নিজস্ব পথ।

জলের স্বেচ্ছাচারিতার মতো আলোরও কোনো মানচিত্র নেই,
থাকার কথাও নয়;
অথচ সমগ্র যাত্রাপথ আলোকিত করে চলে যায়,
সময়ের হাত ধরে চলে যায় অনন্তে।