‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এক নিস্তব্ধ নিশুতি ভোর
পাঁজর ভাঙা অবক্ষয়,
আধখাওয়া চাঁদটা ধরা দিল না।
হারিয়ে যাওয়া থেকে বেঁচে ওঠা
এক নির্বিবাদী পরমাদ,
উপনিষদের ফাঁকে লুকিয়ে রাখা কুষ্টি,
নেশায় ওঠে নাভিশ্বাস!
সামিয়ানাতে বৃষ্টি খেলছে উথাল পাথাল,
কাদম্বরীর দুঃখ কি বিলাসিতা!
সে দুঃখের আগুনে অলিন্দ নিলয়
ছারখার হতে হতে অসংখ্য মৃণালিনী
ভিক্ষার পাত্র তুলে নেয়,
ভালোবাসা যদি ভিক্ষা হয়
সে তন্ডুলে ভেজে কার সাধ্য!
প্রেম উপাসনা হয়ে বেঁচে থাক,
শুধু 'মরিয়াও মরি নাই' বলে
যে উপাখ্যান স্মৃতি আঁকড়ে থাকে
তাহাতে সীমাহীন লাঞ্ছনা
পড়ে দীর্ঘশ্বাস।
প্রতিশ্রুতি দিয়ে সান্ত্বনা নিয়ে
বেঁচে থাকার পিছনে শিল্পীমন
জেগে ওঠে।
আবির মন তখনই আয়নার সাথে
কথা বলে।