‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সম্পর্ক তোমাকে কোথায় রাখি বলো তো?
চারিদিকে এত লেলিহান আগুন, এত দহন জ্বালা
এত স্বার্থপরতা, এত পরশ্রীকাতরতা, -
অথচ তোমার জন্য রেখেছি নিকোনো উঠোন, বারান্দা
দক্ষিণ খোলা জানালা, বিছানা পরিপাটি।
সারাজীবন শ্রম দিয়ে তোমাকে অটুট রাখতে চেয়েছি,
তবু তুমি এত চঞ্চল, এত অবুঝ -
আজ ধূসরবেলায় চোখের আলো ম্লান
শিরা ওঠা হাত চলতে চায় না,
বুননের সূতোও শেষ হতে চলেছে
কিভাবে তোমাকে বেঁধে রাখি বলো তো?