কবিতা

আমার রোদ



অভ্র পাল


ছায়া, তুই রোদকে আমার আগলে রাখিস
উঠোনমাঝে ওইটুকু রোদ
ওতেই আমার ছেলেবেলা,
ওতেই আমার শীতদুপুরের
লুডো খেলার বোর্ড।
নিলি তো তুই; কত্ত নিলি,
ওই যে পাশের ফ্ল্যাটবাড়িটা,
দু'মাস আগেই বাগান ছিল
সইলো না তোর, তেড়ে এসে বললি
আজই আগুন জ্বালো।
বেশ করেছিস, কিন্তু দয়া করে;
ওইটুকু রোদ আগলে রাখিস।
আমের আচার বয়াম ভরে
একটু না হয় তোকেও দেবো
তার বদলে তোর থেকে রোজ
এইটুকু রোদ ধার নেব।
একদিন তুই ভুল বুঝবি,
সবাই নিজের ভুল বুঝবে
সেইদিন তোরা চিলতে-দরে
রোদ বেচবি হাটে বসে।
সেসব জেনে আমার কী লাভ,
আমার শুধু এটাই বলার,
দয়া করে ছায়া, আর যাই হোক
ওইটুকু রোদ আগলে রাখিস।