‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ছায়া, তুই রোদকে আমার আগলে রাখিস
উঠোনমাঝে ওইটুকু রোদ
ওতেই আমার ছেলেবেলা,
ওতেই আমার শীতদুপুরের
লুডো খেলার বোর্ড।
নিলি তো তুই; কত্ত নিলি,
ওই যে পাশের ফ্ল্যাটবাড়িটা,
দু'মাস আগেই বাগান ছিল
সইলো না তোর, তেড়ে এসে বললি
আজই আগুন জ্বালো।
বেশ করেছিস, কিন্তু দয়া করে;
ওইটুকু রোদ আগলে রাখিস।
আমের আচার বয়াম ভরে
একটু না হয় তোকেও দেবো
তার বদলে তোর থেকে রোজ
এইটুকু রোদ ধার নেব।
একদিন তুই ভুল বুঝবি,
সবাই নিজের ভুল বুঝবে
সেইদিন তোরা চিলতে-দরে
রোদ বেচবি হাটে বসে।
সেসব জেনে আমার কী লাভ,
আমার শুধু এটাই বলার,
দয়া করে ছায়া, আর যাই হোক
ওইটুকু রোদ আগলে রাখিস।