‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
শ্রাবণ এলে মেঘের কোলে,
জলছবিতে আঁকা -
ঝড় বাদলে,
ছলাৎছলে,
আকাশতলে,
পথ যে আঁকাবাঁকা।
মেঘের ফাঁদে বজ্রপাতে,
চমকে ঝলকানি,
চোখের পলকে,
তীব্র আলোকে,
ক্ষনিক ঝলকে,
মুখরিত ব্যালকনি।
বৃষ্টি অঝোরে মেঘের পাঁজরে,
জমানো অভিমান -
মেঘভেজা তুলো,
সাজানো গল্পগুলো,
কখনো এলোমেলো,
ঝড়ে হয় খানখান।
জলভরা মেঘে বৃষ্টি আবেগে,
প্রস্ফুটিত কদম -
কখনো যখন,
বৃষ্টিস্নাত মন,
হারায়, তখন -
বুকেতে ঝমঝম।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।