কবিতা

শ্রাবণ এলে



মিনতি চৌধুরী


শ্রাবণ এলে মেঘের কোলে,
জলছবিতে আঁকা -
ঝড় বাদলে,
ছলাৎছলে,
আকাশতলে,
পথ যে আঁকাবাঁকা।

মেঘের ফাঁদে বজ্রপাতে,
চমকে ঝলকানি,
চোখের পলকে,
তীব্র আলোকে,
ক্ষনিক ঝলকে,
মুখরিত ব্যালকনি।

বৃষ্টি অঝোরে মেঘের পাঁজরে,
জমানো অভিমান -
মেঘভেজা তুলো,
সাজানো গল্পগুলো,
কখনো এলোমেলো,
ঝড়ে হয় খানখান।

জলভরা মেঘে বৃষ্টি আবেগে,
প্রস্ফুটিত কদম -
কখনো যখন,
বৃষ্টিস্নাত মন,
হারায়, তখন -
বুকেতে ঝমঝম।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।