কবিতা

অলীক আমন্ত্রণ



রূপালী ঘোষ


কতদিন আমি ঘুমোতে পারিনি জানো
ঘুমের মধ্যে তুমি ফিরে ফিরে আসো
ডাক দিয়ে যাও ইঙ্গিতে
মায়াবী পায়ের চিহ্ন রেখে কোথায় যে চলে যাও
রেখে যাও আতর মাখানো কিছু না বলা কথা
চোখ জলে ভিজে যায়
তুমি আসো পায়েপায়ে রেখে যাও ঋণ।

আজ দেখ আকাশজুড়ে কোজাগরী
সাদা ফুল ছড়িয়ে ছিটিয়ে -
তোমার বিষাদ মাখা অলীক ছোঁয়া
নীলাভ ব্যথিত দুই চোখ
হারানো সকল ব্যথা ঘরে এসে ভিড় করে।
তোমার উন্মত্ত ঢেউরাশি আছড়ে পড়ছে বুকে
অনাবিল স্নিগ্ধতা মাখিয়ে দেয় সর্বাঙ্গে
আজ নয়তো কাছে এসে বসো
দু'হাত ভরিয়ে দাও রামধনু রঙে।

তুমি কি শুধু একাই খুঁজে ফেরো তাকে
সেও তো খুঁজেছে তোমায় দিন অবসানে
বিশ্বতানে বাঁধা যে সুর
তা কেন আজও অধরা
কেন উন্মাদ করে না তোমায় ভালোবাসা
শব্দ আঁকে গভীর রাত...
এ দহন জানে কেন বার বার কাঁদাও আমায়
ভিজে চোখ একা ফিরে যায়
সব ভুলে বলবে না তো পিছু ফিরে -
একটু দাঁড়াও।