কবিতা

সবুজ আজও কাঁদে



তাপস দেবনাথ


আমি এক চোখে দেখি বাংলাদেশ...
ও'চোখে দেখি বাংলা
সীমানার দু'পাশে গজিয়ে ওঠা
চিরসবুজের কান্না।

আজ ও'পথে মানুষ যায় না
ঘাস তাই চিরসবুজ...
মানুষ না আসায় একা-একা কাঁদে
ওরা বোঝেনা, অবুঝ।

শান্ত নিরীহ সজল নেত্র
প্রশ্নের জাল বুনে...
এপার থেকে সূর্য ওঠা দেখি
ওপারে পদ্মার কোণে।