কবিতা

দুটি কবিতা



কনীনিকা চক্রবর্তী


(১)

বৃষ্টির আগে

বৃষ্টির আগের আকাশ
বাতাস কেমন থমথমে।
পশুপাখি ঝড়ের পূর্বাভাস পায়,
চঞ্চল হয়।
অদ্ভুত এক আলো
আকাশ ছেয়ে আসে।
মনে হয় স্বর্গীয় অনুভূতি।
ধারাপাত নেমে আসে ধরিত্রীর বুকে।
সেও এক অনির্বচ্চনীয় অনুভূতি।


(২)

পাহাড়ি বর্ষা

দরজা খুলতেই ঘরে ঢুকে আসে মেঘ।
মেঘে ঢেকে যায় পাহাড়ি গ্রামগুলি।
নামে সুন্দর বর্ষা।
বৃষ্টি দেখা যায় না প্রায়।
যেন শব্দের আড়ালে লুকিয়ে থাকে।
বৃষ্টি থামে একটা দুটো করে পাখির ডাকে
পাহাড় আবার মুখর হয়।