কবিতা

আমি আছি



কৃষ্ণকান্ত হীরা


আমাকে খুঁজতে চাইলে
খুঁজবে নির্জনে তোমার হৃদয়ে।
ঠিক খুঁজে পাবে যদি ভালোবাসো।

আমাকে যদি কখনো একটু ছুঁয়ে দেখতে চাও।
ছুঁয়ে দেখ তোমার কোমল অধর।
দেখবে আমি আছি ওই কমলা কোয়া ঠোঁটে।

আমাকে যদি দেখতে ইচ্ছে করে,
একবার দেখে নিও নিজের প্রতিবিম্ব।
দেখবে আমি আছি সারাক্ষন তোমার প্রতিবিম্বে।

যদি কখনো ভাবতে বসো আমার কথা,
ভেবে দেখো আমি আছি তোমার অনুভবে।
আমি মিশে আছি তোমার উপলব্ধিতে, চিন্তনে।