‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমাকে খুঁজতে চাইলে
খুঁজবে নির্জনে তোমার হৃদয়ে।
ঠিক খুঁজে পাবে যদি ভালোবাসো।
আমাকে যদি কখনো একটু ছুঁয়ে দেখতে চাও।
ছুঁয়ে দেখ তোমার কোমল অধর।
দেখবে আমি আছি ওই কমলা কোয়া ঠোঁটে।
আমাকে যদি দেখতে ইচ্ছে করে,
একবার দেখে নিও নিজের প্রতিবিম্ব।
দেখবে আমি আছি সারাক্ষন তোমার প্রতিবিম্বে।
যদি কখনো ভাবতে বসো আমার কথা,
ভেবে দেখো আমি আছি তোমার অনুভবে।
আমি মিশে আছি তোমার উপলব্ধিতে, চিন্তনে।