কবিতা

কবিতা হয়ে ওঠা



প্রদীপ্ত সামন্ত


বাল্মীকি হৃদয়ের যন্ত্রণা নিয়ে
মৌনমুখর কবি তুমি
নৈব্যক্তিক শব্দের কাছে নতজানু;
পার্থিব শোক কাব্যের ক্যানভাসে
বিহঙ্গের মুক্ত ডানায়
উড়ে চলতে উন্মুখ;
স্তব্ধতার উত্তরাধিকারী হয়ে
বিষাদকে প্রার্থনা করো
বিরহের আর্তিতে -
অনির্দেশ অন্তর্লীন যন্ত্রণাকে
নিয়ে যাও গভীর থেকে গভীরতরে
তবেই না একটা কবিতা!
কবিতার - কবিতা হয়ে ওঠা...