কবিতা

একটি কবিতা ও একটি ছড়া



চিরঞ্জীব হালদার


(১)

লেখা না লেখা

স্বাস্থ্যমত ও দাম্পত্য
মধ্যরাতে তিনি কি করত
কবিতা লিখত কবিতা লিখত?

ঝগড়াঝাঁটি ও খুনসুটি
অনাহারী ভাত ও রুটি
আছে কি তোর জোরের খুঁটি?

অকাজ মিথ্যে মিথ্যে কাব্য
অনভিপ্রেত যা সম্ভাব্য
ঘাস লিখত বিচালী লিখত।

মান অপমান দু'কান কাটা
ফার্টিলিটির পথে হাঁটা
পরহেজগার মহাপীর তো
কবিতা লিখত কবিতা লিখত।

পাপ ও পাপী হে জঞ্জাল
এখন আছে থাকবে না কাল
তবুও তিনি থাকেন পৃক্ত
কবিতা লিখত কবিতা লিখত।


(২)

ডাক

ডাকে দেখো ও ঔ
কেন রেগে আছে বৌ।

আকাশের কিনারে
দেখেছিল সে কারে?

বাঘ গায়ে ডোরা ডোরা
ভাবিওনা তাকে ঘোড়া।

কেন রেগে আছে তিনি
কিভাবে চিনবে গিনি

সমুদ্র হয় লোনা
দেখিও না দেখিও না।

ডাকে যদি ও ঐ
যাবে না অবশ্যই।