কবিতা

মোহ



ইতিকা সাহা


জানি, যেতে হবে একদিন
কত আয়োজন, কত প্রয়োজন
কত জানা কত বোঝা
সুখে-দুঃখে পাওয়া না পাওয়া
কিছুই যাবে না সাথে
রয়ে যাবে সবই...
শূন্য হাত কর্মফল ভরে
যাত্রা শুরু করে
ওই যে শেষ মোড়ে
আপনার ঘরে...!

জানি, যেতে হবে -
এ ভবের সব মায়া ছেড়ে
পিছে রবে সম্পর্কের টানাপোড়েন
ভালোবাসার ছলে লাবডুব শব্দে
মায়ার জাল বিছায় মনের বাঁধনে -
ক'টি অক্ষরের মোহ চায় শুধু
সবার মাঝে থেকে যেতে!

ছোট্ট দুটি অক্ষরের একদিন বৃহতে উত্তরণ
অনাবিল কর্মধারায় কেটে যায় এ জীবন
সেই বোবা ক'টি অক্ষর লিখে রেখে যায়
একটি নাম তোমাদেরই মাঝে...!