ইউরোপে জাদুবিদ্যা (১৮০০-১৮৭৫)
চাইনিজ পোষাকে জাদুকর Philippe (১৮০২)।
আরও একজন ফরাসি জাদুকর Philippe, যার প্রদর্শনীতে Robert Houdin-ও উপস্থিত ছিলেন। Philippe-এর আসল নাম ছিল Jaquis Andre Noe Talon এবং তিনি ১৮০২ খ্রিষ্টাব্দে জন্মেছিলেন। তাঁর জীবন শুরু হয় মিষ্টি প্রস্তুতকারক হিসাবে। স্কটল্যান্ডে Aberdeen নামক স্থানে তিনি এই মিষ্টির ব্যবসা শুরু করেন। তখন ওনার মনে আসে এবং স্থির করেন যে তিনি একজন পেশাদার জাদুকর হবেন। তারপর থেকেই তার ম্যাজিক শুরু। ব্রিটিশ দ্বীপপুঞ্জে Philippe খুব সফলতা পেল এবং নিজের দেশেও। এইসময় তার সঙ্গে একদল চাইনিজ জাদুকরদের সাক্ষাৎ হয়েছিল, স্কটল্যান্ডে। এর প্রভাব পরে তার পরের শোগুলিতে। Philippe এবার চাইনিজ পোষাক পরে শো শুরু করেন। Philippe-কেই পশ্চিমের প্রথম জাদুকর বলা হয় যিনি চাইনিজ রিং জোড়া দেওয়ার খেলা দেখাতে পেরেছিলেন। এই ক্লাসিক খেলায় Philippe আট অথবা আরও বেশি নিরেট ইস্পাতের রিং ব্যবহার করতেন। একসঙ্গে জুড়ে দেওয়া, পুনরায় খুলে ফেলা এমনকি সেগুলোকে বিভিন্ন আকারে সজ্জিত করাই ছিল এর বৈশিষ্ট। Philippe-এর প্রদর্শিত আরও একটি প্রথম খেলা ছিল, একটি বিরাট আকারের পাত্রের জলে গোল্ডফিশ তৈরি করা। আবার এগুলিকে নিয়ে মুরগীর ছানা, পাতিহাঁস এবং অন্যান্য জীবিত পশুতে পরিণত করা। Philippe-এর প্রদর্শনীর বৈশিষ্ট ছিল বেশকিছু স্বয়ংক্রিয় যন্ত্রসমূহ।
John Henry Anderson (১৮১৪-১৮৭১)।
সমসাময়িক আর একজন বিখ্যাত জাদুকর ছিলেন John Henry Anderson (১৮১৪-১৮৭১)। ইনি স্কটল্যান্ডে জন্মেছিলেন এবং নিজেকে 'Wizard of the North' বলে অভিহিত করতেন। আমরা Anderson-এর খেলাগুলির মধ্যে মিল খুঁজে পাই, প্রাক Robert Houdin সময়ের অদ্ভুত জাদু খেলার মধ্যে। যদিও এই উভয় ব্যক্তিই একই সময়ে খুবই কর্মক্ষম ছিলেন।
Anderson স্কটল্যান্ডে খুব বিখ্যাত জাদুকর ছিলেন। তিনি যশের সৌধচূড়ায় উঠতে পেরেছিলেন এবং একজন সফল ব্যক্তি হয়ে উঠেছিলেন। নিজেকে অত্যন্ত নিপুন ও উচ্চাকাঙ্খী ব্যক্তি হিসেবে প্রমাণিত করে দিয়েছিলেন। তাঁর প্রদর্শন এক হৃদয়গ্রাহী বিভ্রম ও অনেক মূল্যবান জাদুর যন্ত্রপাতি সম্পদ রূপে উল্লেখ্য। ১৮৪৯ খ্রীষ্টাব্দে উত্তরের এই জাদুকর এক অভূতপর্ব প্রদর্শন দেখিয়েছিলেন রানী ভিক্টোরিয়া, যুবরাজ এলবার্ট এবং ওয়েলসের যুবরাজের উপস্থিতিতে Balmoral দুর্গে। এছাড়াও নিউ ইয়র্কে তিনি বিপুলভাবে সাফল্য লাভ করেন। পরবর্তীকালে তিনি অস্ট্রেলিয়া ভ্রমণ করেন। হাওয়াই দ্বীপপুঞ্জেও তিনি জাদু প্রদর্শন করেন। সেখান থেকে তিনি San Francisco যান এবং United States ও কানাডায় প্রচুর প্রদর্শন করেন।
Anderson বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হন, কারন আগুনে তার নিজের থিয়েটার ও যন্ত্রপাতি বহুবার ভস্মীভূত হয়। নিজের বিজ্ঞাপন কিভাবে করতে হয় সেটা খুব ভাল জানতেন। এছাড়া দানধ্যানে খুব উদার ছিলেন। বহু চ্যারিটি শো তিনি করতেন। কিন্তু শেষ পর্যায়ে তিনি খুব আর্থিক দুরাবস্থায় পড়েন এবং দেউলিয়া হয়ে যান। ফলে শেষ জীবন তাঁর অন্ধকারময় হয়ে ওঠে। তাঁর পুত্র John Henry Anderson (Junior) আমেরিকা যুক্তরাষ্ট্রে থেকে যান এবং জাদুকর হিসেবে এখানে বেশ সুনাম অর্জন করেন।
জাদুকর শ্যামল কুমার চাইনিজ রিং জোড়া দেওয়ার খেলা দেখাচ্ছেন।
(ক্রমশ)