‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ওই চেয়ে দেখো মায়ারূপী ছায়া
তোমার কায়ার সঙ্গী
ভোরের আলোর প্রথম হাসিতে
দিলখোলা সেথা উৎসব,
তোমার সামনে প্রসারিত রূপ
তার এমনই চটুল ভঙ্গী
তুমি পারোনা ধরতে তার টিকিটাকে
তার সামনে জীবন কলরব।
ছায়া বেড়ে যায়, ছায়া সরে যায়
ছায়া সুর তোলে মহানন্দে
ছায়া বড় হয়, ছায়া ছোট হয়
ছায়া দুঃখে পারে না কাঁদতে,
ছায়া কায়া বশ, ছায়া মায়া রাত
ছায়া উচ্ছল দ্বিধাদ্বন্দ্বে
ছায়া উন্মন, ছায়া প্রাণমন
ছায়া সুখকে পারে না বাঁধতে।
ছায়া হেরে যায়, ছায়া ফিকে হয়
চায় স্রষ্টাকে ছুঁয়ে থাকতে
আলো নিভে যায়, ছায়া মরে যায়
তার দুচোখে অশ্রুবিন্দু,
আসে সন্ধ্যা চোখে তন্দ্রা
চায় সত্যকে জোরে হাঁকতে
ওঠে পূর্ণিমা চাঁদ পাতে আলো ফাঁদ
গড়ে নিবিড় ছায়ার সিন্ধু।