‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কথা ছিল সূর্যমুখী হাসবে
বাংলায়। নতুন ভোরে।
সারারাত জেগেছি সবাই
রাত নাকি চৌত্রিশ বছর!
সে ফুলের কুঁড়ি ছিলে তুমি
তোমার সকাল হলো -
আমাদের থেকে গেল রাত।
ঈশান মেঘের সাথে আমাদের চির সংঘাত।