কবিতা

সংঘাত



অরুণ ভট্টাচার্য


কথা ছিল সূর্যমুখী হাসবে
বাংলায়। নতুন ভোরে।
সারারাত জেগেছি সবাই
রাত নাকি চৌত্রিশ বছর!
সে ফুলের কুঁড়ি ছিলে তুমি
তোমার সকাল হলো -
আমাদের থেকে গেল রাত।
ঈশান মেঘের সাথে আমাদের চির সংঘাত।