‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বুকের মাঝেতে মেঘ করেছে, সেই মেঘেতে তুমি।
সেই তোমাতে বৃষ্টি এলো, ভাসল জন্মভূমি।
মনের কোনেতে রাত্রি হল, রাতের তারাও তুমি।
সেই তোমাতে ঘুম যে এল, আঁধার জন্মভূমি।
ভোরবেলাতে ফুটল আলো। ফুটল গাছে ফুল।
সেই সেই গাছেতে ফুটলে তুমি, জন্মদাত্রী তুল।
দুপুরবেলায় রৌদ্র এল। রোদ্দুরে পোড়া কাঠ।
সেই কাঠেতে আগুন পোড়া, জন্মভূমির মাঠ।
আগুন এলো,আগুন এলো, বুকটা যে ছারখার।
জন্মভূমি ভালোই জানি, আমায় নেই তোর দরকার।
আমায় নেই তোর দরকার।