কবিতা

কাল



ইতিকা সাহা


অপেক্ষমান সময় প্রহর গোণে,
বর্তমানকে ছুঁয়ে ভবিষ্যত আর 
অতীত চলে একই সরল রেখায়
ছুঁয়ে নিতে চায় একে অপরকে
বাড়িয়ে দেয় হাত...
শূন্য ছোঁয় সব দিক জুড়ে
জীবনের সরলরেখা এগিয়ে চলে
পেছনের বিন্দুগুলি মুছে ফেলে...

আর সম্ভব হয় না নিষ্প্রভ আশা পড়ে থাকে
চিনে নেয়াটুকু শুধু থেকে যায়
স্মৃতি আর ভাবনার পাতায়।

কবেকার সেই জমা কথা
কল্পকথা হয়ে ভরিয়ে তোলে নকশি কাঁথার গাঁথা
আজও অপেক্ষা করে আছি আমি
সময়ের তোয়াক্কা না করে 
যদি আমার তিন আমিকে ছুঁয়ে নেওয়া যায়!