‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
হেমন্ত শিশিরকে সন্দেহ করছে আজকাল
ভাবছে শিশির বড়ো পেরিয়ে আসতে চাইছে
একটা সূত্রে বেঁধে ফেলতে চাইছে হেমন্তকে
শিশির নিপাট ভালোমানুষ
তার কোনো অস্হিরতা নেই
শুধু হেমন্তর অস্হিরতায় সে বড়ো বিচলিত
এ দুঃখ মোচন হবার নয়
নিঃশব্দ ফোঁটা ফোঁটা ব্যথা শুধু জড়ো হয়।