কবিতা

কারণ অজ্ঞাত



গৌতম সাহা (কাটোয়া)


হেমন্ত শিশিরকে সন্দেহ করছে আজকাল
ভাবছে শিশির বড়ো পেরিয়ে আসতে চাইছে
একটা সূত্রে বেঁধে ফেলতে চাইছে হেমন্তকে
শিশির নিপাট ভালোমানুষ
তার কোনো অস্হিরতা নেই
শুধু হেমন্তর অস্হিরতায় সে বড়ো বিচলিত
এ দুঃখ মোচন হবার নয়
নিঃশব্দ ফোঁটা ফোঁটা ব্যথা শুধু জড়ো হয়।