কপাল জোড়া সৌভাগ্য রক্ত জবার লাল বেলা শেষে পশ্চিম দিগন্তে অস্ত যায়,
কালো পাড়ের ঘোমটা চঞ্চল নয়নের নিচে অন্ধকার ছেয়ে দিয়ে এক বুক যন্ত্রণার অধিবাস করে।
স্বজন ভাঙার জ্বালায় ঝলসে যায় পাঁজরে লুকিয়ে থাকা মনের...
পড়ে থাকা লাশের যন্ত্রণা যতই সবাই ভাগ করে নিতে চাক না,
ক্ষণিকের আলোড়নে মিলিয়ে যায় ধূপের ধোয়ার মত।
গভীর অন্ধকার সমুদ্রে গোটা রাত একা - শুধু - একা,
একা-একাই চলতে হয় গোটা রাতজুড়ে!
স্মৃতি মাখা অতীতে দুঃখের চাবুক তীব্র আঘাত হানে এ-বুকে...
সুখের আবরণ আলগা হয় খালি করে দেয় যত ভালোলাগা ভালোবাসা।
বসন্তের উল্লাস, শরৎ ভেজা শিশিরের ঘ্রাণ - বিসর্জনের অশ্রুতে নীল দিগন্তে সাদা তুলোর মেঘ ভেসে যায়...
অন্তিম পথ বেছে নাই আপন আপন!
শুধু পড়ে থাকা লাশ, তার প্রিয়তমার কানে কানে বলে যায়...
কেউ কারো নয় - কেউ কারো নয় - কেউ কারো নয়!