‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অসম্ভবের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে
অপেক্ষা কর যতটুকু অবসর;
এই মুহূর্তে নিজেকে সঙ্গে নিয়ে
সম্ভাবনার কথা যেন মর্মর।
অন্তহীনের চোখে চেয়ে থাকা ভয়
নাছোড়বান্দা সাহসের কথা বলে;
জল কি কখনও আগুনের সঞ্চয়
চুরি করে নিতে নিজে পোড়ে? নিজে জ্বলে?
সময় কি কারও অপেক্ষা করে? বল
অথচ আমরা কীসের প্রতীক্ষায়
মৃত্যুর মুঠো ধরে বলি, ওঠো, চল;
অবসর একা নিজেকেই কামড়ায়।
সম্ভাবনার সূত্রের কথা ভেবে
অসম্ভবকে সম্ভব করে তুলি;
অবসর কবে ঋণের হিসাব নেবে?
সময়ের সাথে দুঃসময়কে ভুলি।
ভুলে থাকা শুধু ভুল ভাবনার স্তুতি,
অসম্ভবের দৃষ্টি ঘোরানো চলে;
সম্ভাবনার কালো মেঘে প্রস্তুতি
জোরদার হয় বৃষ্টির চেনা জলে।