কবিতা

কনযুগাল পদ্য



চিরঞ্জীব হালদার


রথ দেখা আর কলা বেচা
কিনে এনো মাটির পেঁচা।
ঘরে ভীষণ জ্বালায় ইঁদুর
যাচ্চো তুমি অতশীপুর।

খেয়াল রেখো নিজের নজর
বিশ্বাস নেই একটুও তোর।
ভুলেও যদি অন্য পানে
আসবেই ঠিক আমার কানে।

যাচ্চো তুমি অতশীপুর
কিনে এনো মেটে সিঁদুর।

নেই ঝঞ্ঝাট ঝগড়া বিয়া
একটু আধটু পর কিয়া।
যাবো না আর বেচতে কলা
উঠবোস আর দুকান মলা।

পাইনি পেঁচা বর্ষার দিন।
এনেছি কিনে মাটির সতিন।
একটু আধটু মিথ্যে পিরিত
তোমারও জিৎ আমারও জিৎ।