কবিতা

অমীমাংসিত প্রশ্ন



নাজমিন নাহার লাবনী (বাংলাদেশ)


কেন যা ইচ্ছে করা যায় না?
কেন তুমি স্মৃতি হতে বিস্মৃত হও না?
কেন তোমার নামেই নিউরনে অনুনরন?
কেন তোমাকে গ্রহণ করা যায় না?
কেন তোমায় হারাবার শোক সহ্য হয়না?
ভালোবাসা আর ঘৃণার মধ্যবর্তী প্রশ্নবোধক চিহ্ন হয়েই কেন থাকো?

কেন ভালোবাসার কাব্য নও
আবার, ঘৃনার গল্প নও?
কেন জীবনজুড়ে থাকা অজস্র প্রশ্নের উত্তর নও?
কান্নায়, কাব্যে আর ভালোবাসায় থাকা তুমি কেন জীবনে নেই?

তুমি সমস্যা নাকি সমাধান?
ভালোবাসা নাকি ঘৃণা?
পূর্ণতা নাকি হাহাকার?
আমার নাকি অন্য কারো?