কবিতা

তামাকবাতি



সৈয়দ আল মামুদ সিদ্দিক (বাংলাদেশ)


এই নিঃশব্দ রাতে
রক্তদাহ বিলের মত আমি একা
একটা শুধু ছায়া পিছু নিয়েছে
বুক জুড়ে তীব্র ব্যথা
চোখের কোণে জল নয় রক্তদাহ বিলের সাথে একান্ত আলাপ
হাহাকার
শূন্যতা
মিলিয়ে যাচ্ছে শব্দ - বাতাস
দিগন্তের পর দিগন্ত পড়ে রয়েছে -
মানুষের গন্ধ
তুমিই ছিলে!
তোমার কথা মনে পড়লেই 
বিষাদের অংক কোষতে থাকি -
মৃত্যকে ছুঁয়ে দেখি - নিকটে পেয়ে বিদায় দিলাম, পিছনে দাঁড়িয়ে আছে কংকাল
শেষ তারাটাও খসে পড়ে - অন্ধকার লুটোপুটি করে, নির্জনে কোন হাত আমাকে আর ছুঁয়ে দিবে না -
তামাকবাতি হাতে ঢেউ তুলি - প্রগাঢ় অন্ধকারে বাতাসের সাথে নিকোটিনের সহবাস।