কবিতা

'সমন্বয়' ওয়েব ম্যাগাজিন



সঙ্ঘমিত্রা কুমার


সমন্বিত ভাবনা সকল সমন্বয়ের হাতটি ধরে
অনলাইন ওয়েবেতে পৌঁছে গেল ঘরে ঘরে।

প্রতিভারা মেললো ডানা, নাচে, গানে, শব্দে, কথায়
এক বছরের জুড়লো পালক, সমন্বয়ে, নবাগতায়।

অহংকারের মাতৃভাষায় সাজলো ওয়েব আখরে, তালে
আগামী দিনে এগিয়ে যাবে নতুনত্বে কালে কালে।

বিশ্ব, সমাজ যখন মাতে লড়াই খেলার উন্মাদনে
যূথবদ্ধ ওয়েব তখন উৎসাহেতে নতুন টোনে।

গানের কলি, ছন্দে পা'য়ে, বাসরীয় সন্ধ্যা জমে
ভাবনা সাজে মনের ঘরে গুণী জনের সাধ উদ্যমে।

হাতে হাতে ধরলে হাত, সমন্বয়ের আশার প্রয়াস
সাংস্কৃতির সৌরভেতে‌ সাহিত্য ও করবে বাস।

বছর ধরে এগিয়ে যাবে, হাত মেলাবে সবে
সাফল্যের মুকুট পরে প্রশস্ত পথ পাবে।